সিরাজগঞ্জে সরকারি সড়কের আঙ্গিনা  দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি আঞ্চলিক সড়কের আঙ্গিনা দখল করে দোকান ঘর ও গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ওই সড়কে জন সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কের আঙ্গিনায় অবৈধ নির্মিত স্থাপনা অপসারণের দাবিতে উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগ সূত্রে প্রকাশ, উক্ত উপজেলার কুরকী গ্রামের কয়েকজন জনপ্রতিনিধি ও আ'লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি সড়কের উভয়পাড়ের আঙ্গিনা দখল করে দোকানঘর, গৃহ নির্মাণ করা হয়। এসব স্থাপনা নির্মাণের সময় এলাকাবাসী বাধা ও সংশ্লিষ্ট প্রশাসনকে উপেক্ষা করে তারা এ স্থাপনা নির্মাণ করে। ওই সড়কের আঙ্গিনা ঘেসে বাড়ির প্রাচীরের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনায় বসলেও এ সরকারি সড়ক ছেড়ে দেয়নি তারা।

বেশকিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সড়কের সীমানা নির্ধারণের জন্য একটি আবেদন করলে চেয়ারম্যানসহ ২ পক্ষের সার্ভেয়ার এসে সীমানা নির্মাণ করে এবং এক সপ্তাহের মধ্যে সরকারি সড়ক থেকে ওই স্থাপনাগুলো অপসারণের জন্য সময় নিয়েছিল তারা। কিন্তু সে সময় পার হলেও বাড়ির প্রাচীর এখনো সরানো হয়নি। স¤প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সরকারি সড়কের আঙ্গিনা ঘেষে স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্তরা বলেন, নির্মিত প্রাচীর সম্প‚র্ণ সড়কের নয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারি সড়ক দখল করে ওইসব স্থাপনা নির্মাণের কোনো বিধান নেই। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।