ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টানা বর্ষণে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসহ শতাধিক গ্রাম প্লাবিত 

টানা বর্ষণে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসহ শতাধিক গ্রাম প্লাবিত 

কক্সবাজারের উখিয়ায় টানা বর্ষণে প্লাবিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পসহ উপজেলার নিম্নাঞ্চলগুলো। পানিতে তলিয়ে গেছে আমন চাষাবাদ, ফসল ও পানের বরজ। তীব্র ঝড়ো বাতাসে কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে পড়েছে এবং গ্রামীণ অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। এইছাড়াও ক্যাম্পে পাহাড় ধ্বসে নিহত হয়েছে একই পরিবারে ৩ রোহিঙ্গা এবং সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে ৩ মাঝি-মাল্লা। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশংকা করছেন ভোক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হলদিয়া পালং, জালিয়া পালং, রত্না পালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নে প্রবল বর্ষণের ফলে অন্তত শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। তার মধ্যে রত্নাপালং ইউনিয়িনের পশ্চিম রত্না, সাদৃকাটা, রত্নাপালং, সওদাগর পাড়া, হলদিয়া ইউনিয়নের বাজার পাড়া, কুলাল পাড়া, চৌধুরী পাড়া, বড়ুয়া পাড়া, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া, সোনারপাড়া, ইনানীসহ উপকূলীয় এলাকা, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল, হরিণমারা, মধ্য রাজাপালং ও পালং খালী ইউনিয়নের থাইংখালী, রহমতের বিল, বালুখালী তৈল খোলা, আঞ্জুমান পাড়া ফারিবিল সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে রোহিঙ্গা ক্যাম্পসমুহও। একটানা বর্ষনে বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ করতে না পারায় আরো বেশি দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্থরা।

এইদিকে ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাম্প ১৪ হাকিম পাড়াতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। ভূমিধ্বসে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন, কবির আহমদের ছেলে আবদুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ। এছাড়া কবির আহমদের বাড়িসহ তিনটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ট্রলার মালিক আমির জানান, সাগরে ঝড়ের প্রভাবে ৫টি ট্রলার গভীর রাতে ভেসে এসেছে পাটুয়ারটেক পয়েন্টে । ট্রলারের ৩ জন মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ রুমখা মনির মার্কেট এলাকার শফিউল আলম জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে আশেপাশের কয়েক গ্রাম। বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে গেছে।

একই এলাকার মোক্তার আহমদ লাভু বলেন, যদি পরিকল্পিত দালান ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতো তাহলে অল্পতেই জলাবদ্ধতার মতো দুর্ভোগ পোহাতে হতো না। আর জনপ্রতিনিধিরা যারা আসে লুটপাট করে খায়,আর সবসময় গরীবরা অসহায় থাকে।

চৌধুরী পাড়ার সৈকত বড়ুয়া জানান, ভারী বৃষ্টি আর বন্যায় তলিয়ে গেছে আমাদের উখিয়া উপজেলার বেশীরভাগ গ্রাম। আমাদের চৌধুরীপাড়া গ্রামের অবস্থা আরো করুণ। বিদ্যুৎ নাই, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। কারো সাথে যোগাযোগ করতে পারছি না। আজ এবং কাল সারাদিন ভারী বৃষ্টি আছে।

পশ্চিম রত্না গ্রামের বেলাল হোসেন সাঈদী জানান, গতকাল থেকে টানা বৃষ্টিতে আমাদের এলাকা রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম রত্না গ্রামের(সওদাগর পাড়া, মসজিদ রোড, বড়ুয়া পাড়া, বাজার পাড়া সহ অন্যান্য পাড়া) তলিয়ে গেছে। বন্যার পানিতে অত্র গ্রামে প্রায় ৩০০ ঘর বাড়ি প্লাবিত হয়েছে এবং গ্রামের প্রায় ৫০০-৬০০ পরিবার পানি বন্দী হয়ে পড়ছে। মানুষ খুবই দুর্বিষহ জীবন যাপন করছে।

সরকারী-বেসরকারী বিভিন্ন সূত্রে এবং সরেজমিনে আরো জানা গেছে, দুইদিনের টানা ভারী বর্ষণ-পাহাড়ী ঢল ও সাগরের জোয়ারের পানিঢুকে কক্সবাজারের উখিয়ার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে, গ্রামীণ সড়ক লণ্ডভণ্ড কালভার্ট বিধ্বস্ত গাছপালা এবং পানের বরজ নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

জানা যায়,জালিয়া পালং ইউনিয়নের নম্বরী পাড়া, ঘাটঘর পাড়া পাইন্যাশিয়া, সোনাইছড়ি, সোনারপাড়া ডেইপাড়া মনখালি, হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া, মনির মার্কেট, রুমখা পালং, বড়বিল, পাতাবাড়ি, নলবুনিয়া, খেওয়া ছড়ি, বৌ বাজার, কুলাল পাড়া, পাগলির বিল, রাজা পালং ইউনিয়নের কুতুপালং, মাছকারিয়া, লম্বাশিয়া তুতুরবিল, হিজলিয়া, পিনজির কুল, রত্না পালং ইউনিয়নের সাদৃ কাটা,পশ্চিম রত্না, বড়ুয়াপাড়া, খোন্দকার পাডা, গয়াল মারা ও পালংখালী ইউনিয়নে থাইংখালী, রহমতের বিল, বালুখালী তৈল খোলা, আঞ্জুমান পাড়া ফারিবিল সহ প্রায় শতাধিক গ্রামে পানি তলিয়ে গেছে। চারদিকে পানি আর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক গবাদি পশু মারা যাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।

আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। ভারি বৃষ্টিতে জেলার উখিয়াসহ অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এ ব্যাপারে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন রুমখা চৌধুরী পাড়া, বউ বাজার, পাগলির বিল, বড়বিল, মনি মার্কেট সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। সবজি ক্ষেত সহ আমন মৌসুমের ধানের চাষাবাদ পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় মৎস্য চাষী আবদুল করিম ও হামিদ বলেছেন মৎস্য ঘেরে ও পুকুরে পানি ডুকে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।

জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম বলেন সমুদ্র উপকূলীয় ডেইল পাড়া,নম্বরি পাড়া ও ঘাটঘর পাড়ায় কয়েকশো পরিবার পানিতে আটকা পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান প্রবল পানির স্রোতে ধান চাষ,সবজি খেত ও পানের বরজ নষ্ট হয়েছে। গ্রামীন অভ্যন্তরীণ কাঁচা রাস্তা ও কালভার্ট বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ বলতে পারছে না তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নির্দেশনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল ও সিপিপি সদস্যরা প্লাবিত এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানের সরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, চলমান ভারী বর্ষণে উখিয়া উপজেলায় আরো পাহাড় ধ্বস হবার আশংকা রয়েছে। পাহাড়ের উপরে ও ঢালে এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় ত্রাণ সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং পুনর্বাসনের কাজ করছে।

এইদিকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলি পাহাড় ধ্বস ও বন্যাজনিত কারণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং পুনর্বাসনের কাজ চলছে।

বর্ষণ,প্লাবিত,উখিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত