ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নদীর তীর সংরক্ষণ বাঁধে ৭০ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জে নদীর তীর সংরক্ষণ বাঁধে ৭০ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই উত্তরপাড়া নামকস্থানে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে তীব্র ধস দেখা দিয়েছে। এ ভাঙ্গনে ওই বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে। সেনাবাহিনীর বিশেষ সহযোগীতায় এ ধস রোধে কাজ চলছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত বাঁধের উল্লেখিত স্থানে শনিবার রাতে এ ধস দেখা দিয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বৃদ্ধি না পেলেও প্রবল স্রোতের কারণে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যায়। এতে বাঁধ এলাকায় তীব্র ধস দেখা দেয়।

তিনি আরও জানান, ইতিমধ্যেই এ ধসে ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে সেখানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ বাঁধ ধসে গেলে ভাটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। তবে আশা করছি, সে আশংকা এখন আর নেই।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর সদস্যরা এ কাজের তদারকি করছেন এবং এ ধস এখন প্রায় নিয়ন্ত্রনে রয়েছে। সেনা কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ধস এলাকা পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে বিপুল টাকা ব্যয়ে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়।

সিরাজগঞ্জ,বাঁধ,ধস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত