পিরোজপুরে ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, জনজীবন বিপর্যস্ত
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
সাগরে গভীর নিন্মচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জণজীবন বিপর্যস্ত। প্লাবিত হয়েছে অনেক নিন্মাঞ্চল।
গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঝন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টা টানা বর্ষনে পিরোজপুর সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নিন্মাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়াসহ বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের রোপনে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষনে সাধারণ জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিন্মআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে।