দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. জীবন ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মো. জীবন বীরগঞ্জ পৌর শহরের কোমরপুর গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মজিবুর রহমান জানান, চুরির অভিযোগে মো. জীবনকে রবিবার সকালে জোৎস্না ফিলিং স্টেশন এলাকায় গণপিটুনি দেয় একদল বিক্ষুদ্ধ জনতা। পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত যুবকের বিরুদ্ধে পূর্বে থানায় কোন অভিযোগ আছে কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।