চকরিয়ায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন-বিভাগের কর্মকর্তারা। পরে এটি ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়৷ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এটি অবমুক্ত করা হয়। ১০ কেজি ওজনের অজগরটি লম্বায় ১০ ফুট লম্বা। 

ফাঁসিখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, চকরিয়ার ফাঁসিয়াখালী বিট সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে সকালে ১০ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটিকে চিকিৎসা দিয়ে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও)  মো.আনোয়ার হোসেন সরকার  বলেন, বিভিন্ন সময় আরও অনেক অজগর সাপ ধরা পড়েছিল। লোকালয়ে চলে আসলে অনেক মানুষ সাপকে ভয়ে নির্যাতন করে। সেদিক থেকে নিরাপদে রাখতে সাপগুলো উদ্ধার করে 'ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে' অবমুক্ত করা হয়৷