ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল গুলিসহ রিভলবার

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল গুলিসহ রিভলবার

সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার বিকেলে ওই কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ ওই কবরস্থানে যৌথবাহিনী অভিযান চালায়। এ অভিযানে কবরস্থানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ অবৈধ অস্ত্র কার সে তথ্য এখনও মেলেনি।

তবে এ ঘটনার জোড় তদন্ত কার্যক্রম চলছে। এ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,যৌথবাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত