সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল ব্রীজের উপর অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। তারা হলো, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৫২), হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের এস্তাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে শাহানুর ইসলাম (২৪)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।