পাবনা সাঁথিয়ায় কাগেশ্বরী নদীতে শ্রী আনন্দ হলদার নামের এক জেলের খড়ার জালে ৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বিশাল আকারের মাছ ধরার খবরে মাছটি দেখতে এলাকাবাসি ভির জমায়।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে কাগেশ্বরী নদীতে খড়ার জালে মাছটি ধরা পড়ে। পরে বোয়াল মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয়রা।
জেলে শ্রী আনন্দ হলদার জানান, প্রতিদিনের মত আমি খড়ায় মাছ ধরছি হটাৎ করে খড়ায় মাছটি উঠে। পরে আশপাশের লোকজনের সহযোগীতায় মাছটি ধরি। তবে এ মাছটি কগেশ্বরী নদীর কি না সেটা বলতে পারছি না। মাছটি আমি এলাকাবাসীর অনুরোধে এলাকাতেই ১০ হাজার টাকা বিক্রি করে দিছি। মাছটি পেয়ে আমি খুব খুশি।
স্থানীয় জানিক শেখ জানান, আমাদের ধারণা দানব আকারের বোয়াল মাছটি কাগেশ্বরী নদীর ও হতে পারে আবার বানের পানিতে যমুনা নদী থেকেও আসতে পারে। তবে মাছটি বেড়া-সাঁথিয়ার বাজারে নিলে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারত। কিন্ত এলাকার মনুষের অনুরোধে লাভের চিন্তা করেনি আন্দদ কাকা।