যৌথ বাহিনীর অভিযান 

সিরাজগঞ্জে রাইস মিল সিলগালা-জরিমানা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে দোকান সিলগালা ও বাছাই রাইস মিলে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমুর পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে এ অভিযান পরিচালনা করেন আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাসির উদ্দিন খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই উপজেলার চান্দাইকোনা বাজারের মেসার্স একতা ট্রেডার্সে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পরে একই বাজারের মেসার্স সোনালী অটো প্রসেসিং বাছাই রাইস মিলে অভিযান চালিয়ে সরকারি লোগো সম্বলিত বস্তা সংরক্ষণ ও বিপুল সংখ্যক মজুদকৃত চালের বস্তার সঠিক হিসাব দিতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।