টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের গুলি, কার্যক্রম বন্ধ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে অফিস কক্ষে। এতে আতঙ্কিত কার্যক্রম বন্ধ রেখেছে কর্মকর্তা, কর্মচারীরা। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পর পর ৩ টি গুলি এসে পড়ে।  একটি গুলি স্থলবন্দরে এসে পড়লে অফিস কক্ষের কাচ ভেঙে যায়। ২য় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে। অপরটি নারিকেল গাছে এসে লাগে। এতে স্থলবন্দরে কর্মরত সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপাতত স্থলবন্দরের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কার্যক্রম চলবে।   

মিয়ানমার অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে ব্যাপক সংঘর্ষের কারণে টেকনাফ ও উখিয়া সীমান্তে প্রভাব পড়ে। মাঝে মাঝে বিস্ফোরণের বিকট আওয়াজে সীমান্তের বসতবাড়ি কেঁপে ওঠে। এতে স্থানিয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে।