ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার সদরের কাছাকাছি চৌফলডন্ডি ইউনিয়নের মাঝেরপাড়া এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে। রোববার ভোরে সদরের চৌফলদন্ডী থেকে এসব অস্ত্র উদ্ধার করে বাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর একটি সূত্র জানায়, চৌফলদন্ডী অস্ত্র মজুদের খবর পায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল তল্লাশি করে ৩ টি এল জি, ১ টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১ টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২ টি চাপাতি, ফাকা দলিল দস্তাবেজ, গাঁজা জব্দ করা হয়। মুলতউদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো করে আসছিল।

যোগাযোগ করা হলে রোববার সকালে কক্সবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসমাইল বলেন, অভিযানের খবর শুনেছি। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এখনো থানায় আনা হয়নি।

কক্সবাজার,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত