ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তবে বন্ধ রয়েছে যান চলাচল

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তবে বন্ধ রয়েছে যান চলাচল

রাঙামাটিতে সহিংসতার ঘটনায় স্থানীয় প্রশাস‌নের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামা‌টি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষ‌রিত গণবিজ্ঞ‌প্তির মাধ্য‌মে ১৪৪ ধারা প্রত্যাহার ক‌রে নেয়। ত‌বে প‌রিবহন ধর্মঘট অব্যাহত র‌য়ে‌ছে।

এদি‌কে রোববার বেলা ১১টার পর জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের কা‌লি‌ন্দীপুর, বনরুপায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্য‌ক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান ব‌লেন, আইনশৃঙ্খলা প‌রি‌স্থিতি উন্ন‌তি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। স‌হিংসতা ঘটনার যাচাই বাছাই ও ক্ষয়ক্ষ‌তি নিরুপনের ল‌ক্ষ্যে এক‌টি ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। তি‌নি সকল সম্প্রা‌য়ের প্রতি সম্প্রী‌তি বজায় রাখার জন্য অনু‌রোধ জানান।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ব‌লেন, ঘটনায় দু‌টি মামলা হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে। দোষী‌দের অবশ‌্যই আইনের আওতায় আনা হ‌বে।

এ‌দি‌কে ১৪৪ ধারা প্রত্যাহার করা বন্ধ থাক‌ছে যানবাহন চলাচল। গাড়ী ভাঙচুরের প্রতিবা‌দে ৭২ ঘন্টার প‌রিবহন ধর্মঘটের ডাক দি‌য়ে‌ছিল স্থানীয় প‌রিবহন সং‌শ্লিষ্ট সংগঠনগু‌লো। ফ‌লে, গত শুক্রবার থে‌কে অভ্যন্তরীন ও দুরপাল্লার সবধর‌নের যানবাহন বন্ধ র‌য়ে‌ছে।

এদিকে রাঙামা‌টি‌তে চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে সম্প্রী‌তি সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার বি‌কাল ৩টায় জেলা প্রশাসনের স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান।

এতে পু‌লিশ সুপার ড. এসএম ফরহাদ হো‌সেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা পর্যা‌য়ের বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি, গণ্যমান্য ব্য‌ক্তি, সাংবা‌দিক, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠা‌নের প্রতি‌নি‌ধি উপ‌স্থিত ছি‌লেন।

সম্প্রী‌তি সমা‌বে‌শে অতীত‌কে ভু‌লে কিভা‌বে রাঙামা‌টি‌কে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির শহর গ‌ড়ে তোলা যায় এ বিষ‌য়ে আ‌লোকপাত করা হয়।

রাঙামাটি,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত