সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
তারা হলো- লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরাজী ডেউডোবা গ্রামের জদুনাথ বর্মনের ছেলে বিপুল চন্দ্র রায় (২৯) ও একই এলাকার দক্ষিণ গুবদা গ্রামের অনিলের ছেলে রিপন (২৮)।
র্যাব -১২’র কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় রোববার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও আড়াই হাজার টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।