ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৮

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৮

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়াসহ বিভিন্ন এলাকার গার্মেন্টসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনদিন আগেও একই অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার সুবন্ধী এলাকার দেওয়ান আব্দুল হাই (৫২), দক্ষিণ গাজীরচট এলাকার শুক্‌কুর আলী (৪০), আশুলিয়ার জাহিদুল ইসলাম (২৪),

টাঙ্গাইলের রনি (২৭), একই জেলার রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান (৩৮), একই জেলার জাহিদুল (৩৮) ও কুমিল্লা জেলার শাহাপরান (৩৩)।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাতে যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় বাকী জড়িতদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

আশুলিয়া,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত