ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামা‌টি‌তে পাগলা কুকুরের কামড়ে আহত ৪৭

রাঙামা‌টি‌তে পাগলা কুকুরের কামড়ে আহত ৪৭

রাঙামা‌টির পৌর এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ৪৭ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) সকাল থেকে বুধবার (২৫ সে‌প্টেম্বর) দুপুর পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন।

এদের ম‌ধ্যে গত মঙ্গলবার ১৫ জন এবং বুধবার ৩২ জন‌ কুকু‌রের কাম‌ড়ে আহত হ‌য়ে‌ছেন। আহতদের রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌ল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আহত ও হাসপাতাল সু‌ত্রে জানা গে‌ছে, পৌর শহ‌রের বি‌ভিন্ন রাস্তায় পাগলা কুকু‌রের আক্রমণ বে‌ড়ে গে‌ছে। ‌বি‌শেষ ক‌রে বনরুপা, রাজবাড়ী, দো‌য়েল চত্তর, ক‌লেজ গেইট এলাকাসহ বি‌ভিন্ন স্থা‌নে যা‌কে পা‌চ্ছে শরী‌রে কিংবা পা‌য়ে কামড় বসিয়ে দি‌চ্ছে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত‌দের হাসপাতালে নিয়ে আসে।’ এ নি‌য়ে পৌর শহ‌রে আতংক বিরাজ করছে।

রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও ডাঃ শওকত আকবর খান পাগলা কুকুরের কামড়ের বিষয়টি নি‌শ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘন্টায় কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ৪৭ জন আহত রোগী এসেছেন। তা‌দের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।’

রাঙামা‌টি‌,কুকুর,কামড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত