ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরের তিন নদীর মোহনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান

চাঁদপুরের তিন নদীর মোহনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান

চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশনকে কেন্দ্র করে যদি কোন পর্যটন নগরী গড়ে উঠে, সেক্ষেত্রে পর্যটকরা চাঁদপুরের ঐতিহ্য স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবে। আসুন আমরা সবাই মিলে এই কাজটি শুরু করি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুরাণ বাজারস্থ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবন কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুর নদী বন্দর। একসময় যে কয়টা বাণিজ্যিক শহর ছিলো তারমধ্যে চাঁদপুর একটি। অন্য শহর শিল্পনগরী হতে পারলে এখানে কেন হবে না। এক্ষেত্রে আপনাদের কিছুটা ঘাটতি রয়েছে। চাঁদপুরে বড় বিনিয়োগ করার জন্য উদোক্তা নেই। চাঁদপুরে ইলিশ রপ্তানি নিয়ে হলেও একটি ইন্ডাস্ট্রি হতে পারত। চাঁদপুরে ইলিশের প্রজনন ক্ষেত্র হওয়া সত্ত্বেও কোন প্রকার বড় রকমের ইন্ডাস্ট্রিজ হয়নি। এক্ষেত্রে আপনাদেরমত ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহণ করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রত্যেককে স্লিপ বা রশিদ দিতে হবে। এক্ষেত্রে কোন অজুহাত চলবে না। আমাদের প্রবণতা হয়েছে, কত তাড়াতাড়ি বড় লোক হব। এটা আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব না। আগে আপনি নিজে দায়িত্ববান হন। আপনার নিরাপত্তা দিতে পারবে আপনার সততা ও কর্ম। আপনাদের আমরা পরামর্শ ও মনিটরিং করতে আসব। আমরা আপনাদের প্রতি কোন অন্যায় করব না। আপনি সৎ ও দায়িত্ববান হবেন। আমরা একটা ভালো বাজার চাই। যেখানে কোন মনিটরিং করার প্রয়োজন হবে না।

ডিসি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অকারণে বেড়ে যাচ্ছে। অন্য জেলায় অন্য ব্যবসায়ী মূল্য বাড়াচ্ছে বলেই এখানের এক ব্যবসায়ী মূল্য বাড়িয়ে দিচ্ছে। এধরণে মন-মানসিকতা দূর করতে হবে। কোন জেলায় পণ্যের মূল্য বাড়েেলা আপনার ক্রয়কৃত পণ্যের মূল্য বেশি না হলে আপনি পণ্যের মূল্য বাড়াতে পারবেন না। আমাদের বদলে যেতে হবে। তবেই বাংলাদেশ বদলে যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ইতোমধ্যে যেসকল সভা হয়েছে, প্রায় সবগুলো সভাতে যানজটের কথা উঠে এসেছে। ইতোমধ্যে আমরা ট্রাফিকের আইন প্রয়োগ শুরু করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। প্রায় সব শহরের আছে মালবাহী ট্রাকগুলো নির্দিষ্ট সময়ের পরে শহরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে।

এসপি আরও বলেন, আপনারা অনেক আন্তরিক। এখানে যেসকল সমস্যা রয়েছে, সেসব সমস্যা আপনাদের সহযোগিমা নিয়ে সমাধান করবো।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, নাজমুল আলম পাটওয়ারীসহ ব্যবসায়ী নেতারা।

চাঁদপুর,পর্যটন নগরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত