ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ৩২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ৩২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নয়ন আলী (৩৪) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৩২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নয়ন আলী চুয়াডাঙ্গা শহরের হক পাড়া এলাকার মুনসুর আলীর ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী থেকে ছেড়ে কপোতাক্ষ এক্সপ্রেসে মাদক ব্যবসায়ী নয়ন ট্যাপেন্ডাডল ট্যাবলেট নিয়ে চুয়াডাঙ্গা ফিরছে। এমন সংবাদে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সন্ধ্যা ৬টার দিকে কপোতাক্ষ ট্রেন থেকে নেমে মাদক ব্যবসায়ী নয়ন বাসায় যাওয়ার সময় আটক করে যৌথবাহিনী। পরে তার দেহ তল্লাশী করে ৩২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নয়ন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা,মাদকব্যবসায়ী,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত