ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে মাদকসেবীদের আখড়া ভেঙ্গে গুরিয়ে দিলেন ওসি বাহার

চাঁদপুরে মাদকসেবীদের আখড়া ভেঙ্গে গুরিয়ে দিলেন ওসি বাহার

চাঁদপুরের ডিবিসহ সদর মডেল থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে শহরের শহীদ মিনারের পেছনের রেলওয়ের পাশের চিহ্নিত মাদকের আখড়া ভেঙ্গে গুরিয়ে দিলেন ওসি বাহার মিয়া। অর্ধশত পুলিশের এই অভিযানে অন্তত ৬জন অপরাধীকে আটক করা হয়।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতপাড়া সংলগ্ন স্থানে এক অভিযানে এই মাদকসেবীদের বসার স্থানের বেশ কয়েকটি চেয়ারসহ স্থাপনা ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়।

এর আগে ওসি বাহার মিয়া শহর এলাকার রেলওয়ে কোর্ট স্টেশন, হাসানআলী মাঠ, মিশনরোডের মোড়সহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাং অপরাধ দমনে পুলিশি মহড়া দেন এবং তল্লাশী চালান।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, আমরা কিশোর অপরাধ রুখে দিতে পাড়া মহল্লায় মহড়া দিচ্ছি। যেখানেই কিশোর অপরাধীদের তথ্য পাবো সেখানেই পুলিশি মহড়া দিবো। আমরা এখন ৬ জনকে আটক করেছি এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাদকের একটি চিহ্নিত স্পট ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। আমাদের এই ধরনের পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ডিবি চাঁদপুরের ইন্সপেক্টর রিপন বালাসহ পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

ওসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত