চসিকের সব কাউন্সিলরের পদ অপসারণ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪০ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে অপসারণের পর এবার সরানো হলো কাউন্সিলরদের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে চসিকসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।