বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার চরিয়া শিকার উত্তরপাড়া অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, নীলফামারীর ডোমার উপজেলার চিকনমারী ডাক্টার পাড়া গ্রামের আজিজারের ছেলে শাহিনুর ইসলাম (৩৭) ও একই এলাকার ছোট রাউতা গ্রামের মেজবাউলের ছেলে নওশাদ ইমরান (৩৬)।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিক নির্দেশনায় শুক্রবার ভোর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে ১’শ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭৩৫ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।