ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে ভারতীয় কম্বলসহ আটক ২

হালুয়াঘাটে ভারতীয় কম্বলসহ আটক ২

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় ৫০টি কম্বলসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর নির্দেশনায় এসআই দিদারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধারা বাজার অগ্রণী ব্যাংকের সামনে থেকে কম্বল বোঝাই মাইক্রোবাসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামালপুর সদরের আসাদুজ্জামানের ছেলে মাহাতাব (২২) ও জামালপুর মেলান্দহ উপজেলার হাজারী বাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে রুবেল (২৫) ।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ,হালুয়াঘাট,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত