ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীনগর নামক স্থানে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হল- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪২), কেতকি বাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।

র‌্যাব-১২’র লেঃ কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় শুক্রবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকসহ তাদের কাছ থেকে ২৭ হাজার টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত