ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় অস্বাভাবিকভাবে বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

যমুনায় অস্বাভাবিকভাবে বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জের যমুনার পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩৫ সে. মিটার ও কাজিপুর পয়েন্ট ৫১ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা নদীর অভ্যান্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে দফায় দফায় প্রবল বর্ষণে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যমুনার অভ্যান্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজিপুর পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ প্রবাহিত হচ্ছে।

এ কারণে যমুনার অভ্যান্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনার পানি ২ থেকে ৪ দিন বাড়তে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।

যমুনা,প্লাবিত,অস্বাভাবিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত