ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ পুকুর খননে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

অবৈধ পুকুর খননে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খননে প্রায় ৪শ হেক্টর ফসলি জমির চাষাবাদ এখন হুমকির মুখে। এ জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় কৃষককরা।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা শাহ রেজা সেতার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, ইউপি সদস্য সোলাইমান হোসেন, মাসুদ রানা, সেলিম তালুকদার, আব্দুস সামাদ ও মিলন সরকার প্রমূখ।

বক্তারা বলেন, শয্য ভান্ডার খ্যাত চলনবিল এলাকার তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে উপজেলার বোয়ালিয়া, ঝুরঝুরী, সরাপপুর, ভিকমপুর ও জাহাঙ্গীরগাঁতীসহ বিভিন্ন স্থানে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। এতে হাজার-হাজার বিঘা আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে আছে এবং ইতিমধ্যেই ৪’শ হেক্টর ফসলি জমিতে চাষাবাদ হুমকির মুখে পড়েছে। এ জলাবদ্ধতা নিরসন না করলে আগামী রবি ও বোরো চাষাবাদ হুমকির মুখের আশংকা রয়েছে। পরে জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,তাড়াশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত