ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে লবণবাহী ট্রাকে পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

কক্সবাজারে লবণবাহী ট্রাকে পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় লবণবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪০) নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) পেকুয়ার চৌমুহনী কলেজ গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা সাব-মেরিন সড়কের পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় পেকুয়া বাজার থেকে চট্টগ্রামগামী একটি লবণবোঝাই ট্রাক ওই প্রতিবন্ধীকে চাপা দেয়। এসময় ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের লোক এসে মৃতদেহ উদ্ধার করেন।

নিহত প্রতিবন্ধী উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড, বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে আব্দুস ছালাম।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবন্ধী আব্দুস ছালাম টইটং বাজারের মরিচ ব্যবসায়ী। আজ সকালে পেকুয়া বাজার থেকে মরিচ আনতে যান। তিনি দুই সন্তানের জনক।

পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ড্রাইভার হেলপার দু'জনই পলাতক রয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা সাংবাদিকদের জানান, ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হওয়া একজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। পরে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত