ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে আগুন লাগে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে নিয়ে আসত। দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল। আগুন লাগার পর থেকে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রাম,অগ্নিকাণ্ড,জাহাজ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত