ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি নাগরিক আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি নাগরিক আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ওই তিনবাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের নকুল বাড়ইয়ের ছেলে বিকাশ বাড়ই (৫৫), তার স্ত্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ই এর স্ত্রী হুরবা বাড়ই (২০)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েব সুবেদার মো. সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

অবৈধ,ভারত,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত