বিজিবির অভিযান: ভূরুঙ্গামারী সীমান্তে দুই গরু চোরাকারবারী আটক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:২২ | অনলাইন সংস্করণ
ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে দুই গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত গরুচোরাকারবারিরা হল- উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের তারা মিয়ার পুত্র মাইদুল ইসলাম (৩২) ও মজিবর রহমানের পুত্র নাজমুল হক।
জান যায়, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ধলডাঙ্গা বিওপির আওতাধীন কাজিয়ারচর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ গরু চোরাকারবারিকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করার ২ টি ভারতীয় সীমকার্ড ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের পুর্বক থানায় হস্তান্তর করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, বিজিবি কর্তৃক আটককৃত গরু চোরাকারবারিদের জেলহাজতে পাঠানো হয়েছে।