ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বদির বন্দর ক্যাশিয়ার' ফারুককে ধরতে গিয়ে হামলার শিকার র‌্যাব

বদির বন্দর ক্যাশিয়ার' ফারুককে ধরতে গিয়ে হামলার শিকার র‌্যাব

কক্সবাজারের আলোচিত সাবেক সাংসদ আবদুর রহমান বদি'র টেকনাফ স্থল বন্দরের নিয়ন্ত্রক 'ক্যাশিয়ার' হিসেবে পরিচিত ওমর ফারুককে গ্রেফতারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাব সদস্যরা। ওই সময় র‌্যাবের টহল দলের ওপর হামলা চালায় তার লোকজন। এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় এই ঘটনা ঘটে। এতে আহত র‌্যাব সদস্যরা হলেন আমিনুল, মো. মাসুদ ও বিশ্বজিত।

ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য এবং আলোচিত 'মাদক সম্রাট' ও সাবেক সংসদ আব্দুর রহমান বদির 'ক্যাশিয়ার' ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এসময় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজন সদস্য সামন্য আহত হন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

টেকনাফের পুরান পল্লান পাড়ার বাসিন্দা মো. রফিক সাংবাদিকদের বলেন, ‘রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় সেই বাড়ি থেকে পালিয়ে যায় ফারুক। পরে তার লোকজন র‌্যাবের উপর ইট পাটকেল ছুঁড়ে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. খানে আলম বলেন, ‘আহত অবস্থায় রাতে র‌্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কক্সবাজার,টেকনাফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত