ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির অফিস ভাংচুর 

হাতীবান্ধায় সাবেক ভাইস চেয়ারম্যান সহ আটক ৩

হাতীবান্ধায় সাবেক ভাইস চেয়ারম্যান সহ আটক ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির কার্যালয় ভাংচুর,মামলায় সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) গভীর রাতে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে তেল পাম্প এলাকায় থেকে আটক করে। এবং ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার সদরে মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশের কার্যক্রম গতিশীল করতে অভিযান চলোমান থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

লালমনিরহাট,হাতীবান্ধা,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত