ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ধান ক্ষেতে মিলল প্রবাস ফেরত যুবকের লাশ 

চাঁদপুরে ধান ক্ষেতে মিলল প্রবাস ফেরত যুবকের লাশ 

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো মোহন হোসেন (২৪) নামে প্রবাস ফেরত যুবক।

বুধবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২ টা দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। গত ৮ দিন পূর্বে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।

স্বজনরা জানান, বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন তিনি। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করে। রাত সাড়ে ১২ টার সময় বাড়ির পাশের একটি জমিতে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতের চাচা ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে সে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১২টার সময় এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধান ক্ষেত থেকে তাকে খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে মোহনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে পরিবারের ধারণা। তবে তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত