ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, ভাতিজি জামাই গ্রেপ্তার

সিরাজগঞ্জে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, ভাতিজি জামাই গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চর এলাকার নওহাটা গ্রামে চাচি শ্বাশুড়ি মনোয়ারা খাতুন মনোকে (৫৯) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজি জামাই জাকারিয়া হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের খোরশেদ সরকারের ছেলে।

ওই থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলে চাচি শ্বাশুড়ি মনোয়ারা বাড়িতে অবস্থান করছিল। ওইদিন সন্ধ্যার দিকে জাকারিয়া তার বাড়িতে ঢুকে দা দিয়ে উপর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এমনকি তার ২ হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন কওে ফেলা হয়। এ নির্মম হত্যার পর সে লাশ বস্তায় ভরে ঘরে রেখে পালিয়ে যাচ্ছিল। এ সময় তার রক্তমাখা জামা দেখে চর এলাকায় লোকজন তাকে আটক করে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বৃহস্প্রতিবার দুপুরের দিকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তবে এ হত্যাকান্ডে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত