১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২১ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন হয়েছ। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি নরসিংদী প্রেসক্লাব থেকে শুরু হয়ে নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
মানববন্ধন শেষে প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে সাড়কলিপি প্রধান করে সহকারী শিক্ষকের প্রতিনিধি দল।
বৈষম্য নিরাসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মাজাহারুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুল আলম, আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন,করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেদী হাসান সুমন প্রমুখ।