সীমান্তবর্তী পূজা মন্ডপে সার্বক্ষনিক ফোর্স হিসেবে থাকবে বিজিবি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৯:০২ | অনলাইন সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের সীমান্তবর্তী সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবি। বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর।

লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জেলার সীমান্তবর্তী বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, রংপুর সেক্টর কমান্ডার। এসময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি।

বৃহস্পতিবার পরিদর্শনকালে কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, রংপুর সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে পরিচালিত সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পূজা মন্ডপের সাথে সংশ্লিস্টদের বিভিন্ন আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপিসমূহের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। উক্ত সময়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।