ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত

শেরপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত

রাতভর ভারী বর্ষণ ও ভারতের মেঘালয়ের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীর পানি হু হু করে নিম্নাঞ্চলে ঢুকছে। এতে নদীপাড়সহ আশপাশের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। শহর রক্ষা বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকেছে।

একইসাথে নিম্নাঞ্চলের ঘর-বাড়ীতেও পানি ঢুকে। ফলে বিপাকে পড়ে বহু মানুষ। হঠাৎ করেই পাহাড়ি ঢলে বিভিন্ন শাক-সবজি ক্ষেত ও ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। আর পানিতে ভেসে গেছে কয়েক’টি মাছের ঘের।

এদিকে, সকাল সাড়ে ৯টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় শহর থেকে পানি নামতে শুরু করেছে।

মূলত পাহাড়ি এই ঢলের পানি ২ থেকে ৪ঘন্টার মধ্যে নদীতে নেমে যায়। এছাড়া রাতভর বৃষ্টির ফলে ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে পানি বিপদসীমার ৫৬ সে.মি ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৫২৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী এবং নদীর তীরবর্তী আশপাশের অসংখ্য গ্রাম পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও ঢলে নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন মহল্লাতেও পানি ঢুকে পড়েছে। এতে অসংখ্য বাসা বাড়ির মানুষ জলবদ্ধতায় আটকা পড়েছে।

ভারী বর্ষণ,শেরপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত