ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

চাঁদপুরে আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার কৃষকরা আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর কচুয়ায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। তন্মধ্যে ৪ হাজার ৭৫২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশী চাষ হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছে। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছেন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা বেশী আউশ ধানের চাষ করছেন। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে কচুয়া উপজেলার আউশ ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করে যাচ্ছে ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পালাখাল, তেগুরিয়া, যুগিচাপড়, নন্দনপুর সহ বিভিন্ন এলাকার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করে যাচ্ছে। তারা জমি প্রস্তুত করন ও বীজ রোপনে ব্যস্ত সময় পার করেছেন। একটু ফুরসত নেই কৃষকের মাঝে।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, এ বছর কচুয়াতে ৫ হাজার ৪শ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়। কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে কৃষককে সার ও বীজ দেয়া হয়। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছর আউশ ধানের বাম্পার ফলন হবে বলেও ধারনা কৃষি কর্মকর্তার।

চাঁদপুর,আউশ ধান,চাষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত