ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে সোহানা খাতুন (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাঙ্গলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাঙ্গলপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে সোহানা খাতুন সহ ৪ জন শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্বে আমজাদের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে আর না উঠায় তারা সঙ্গীরা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে। এরপর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, খবর পেয়ে থানা ঘটনাস্থলে গিয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত