ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালিত 

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালিত 

সাতক্ষীরার দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২৪ যথাযথভাবে পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, প্রধান শিক্ষক আবু মুসা, নাংলা হাইস্কুলের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ।

সভায় একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকদের অবদান অকৃত্রিম উল্লেখ করে শিক্ষকদেরকে সশ্রদ্ধ সম্মানের সাথে সাথে তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার আহবান জানানো হয়।

দেবহাটা,শিক্ষক দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত