টেকনাফে অপহরণ চক্রের সদস্য 'ডাকাত আলাউদ্দিন' গ্রেফতার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে অপহরণকারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আলাউদ্দিন নামের ওই ডাকাত গত ২৫ সেপ্টেম্বর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপহৃত আতিকুর রহমান নামের এক যুবক অপহরণ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। 

টেকনাফ থানা পুলিশ শুক্রবার রাতে ডাকাত আলাউদ্দিনকে গ্রেফতার করে। সে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার আবদুল মাবুদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়ার আবদুস সালামের ছেলে মোহাম্মদ আতিকুর রহমানকে নয়াপাড়া শরণার্থী শিবির থেকে অপহরণ করে একটি অপরাধী চক্র। পরে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। মুক্তিপণের টাকা না দিলে আতিকুর রহমানকে হত্যার হুমকিও দেয়া হয়। 

ওসি গিয়াস জানান, ওই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারি চক্রের সদস্য আলাউদ্দিনকে (২৪) গ্রেফতার করা হয়। 

ধৃত আলাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।