ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অটোরিক্সাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে অটোরিক্সাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামী সৌরভ আলীকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সৌরভ শেরপুরের নালিতাবাড়ী উপজেরার বেকীকুড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার, লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর গিলাগাছা এলাকার একটি ধানক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আ. শহীদ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ইজিবাইকের ৫টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহতের বাবা অলি মামুদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ,অটোরিক্সাচালক,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত