ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে কাঁচামরিচের কেজি প্রতি দর ৪০০ টাকা

বীরগঞ্জে কাঁচামরিচের কেজি প্রতি দর ৪০০ টাকা

বীরগঞ্জে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা খুচরা বাজারে মরিচ কিনছেন কেজি বা পোয়ার বিপরীতে ৫০ ও ১০০ গ্রাম হিসেবে। রবিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বাজার সহ গ্রাম অঞ্চলের হাট- বাজারে তথ্য জানা গেছে।

পাইকারি মরিচ বিক্রেতারা বলেন, বাজারে ভারতীয় ও দেশি মরিচ বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরে আগাম টাকা দিয়েও মরিচ পাওয়া যাচ্ছে না। আবার কাঁচামরিচের বস্তায় অনেক পচা মরিচ বের হচ্ছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কেজিতে প্রকার ভেদে ১৫০- থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অতি বৃষ্টির কারণে দাম বেড়েছে।

খুচরা মরিচ বিক্রেতা মো. ফরিদ হোসেন বলেন, শনিবার কাঁচামরিচ ৩৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজ ৪০টাকা বেশি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মরিচের দোকানিরা বলেন, এখন আর কেউ কেজি দরে মরিচ কেনে না। কাঁচামরিচ সবাই সর্বোচ্চ কিনছেন ৫০-১০০ গ্রাম। আমদানি কমেছে, দাম বেড়েছে, বিক্রি কমেছে।

বাজারে আসা ক্রেতারা বলেন, বাধ্য হয়েই কাঁচামরিচ কিনছি। শুকনা মরিচ খেতে চিকিৎসক নিষেধ করেছেন। তাই বাধ্য হয়ে এত দামে কাঁচামরিচ কিনছি।

বীরগঞ্জ,কাঁচামরিচ,দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত