ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের ৩ হত্যা মামলার আসামি ‘কিলার মুছা’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের ৩ হত্যা মামলার আসামি ‘কিলার মুছা’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের র‌্যাব-১২ ও র‌্যাব-১৫’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৩ হত্যা মামলার পলাতক আসামি আবু মুছা ওরফে কিলার মুছাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবু মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ার হোসেনের ছেলে। র‌্যাব-১২’র লেঃ কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা ৩টি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু মুছা স্থানীয় এমপি হেনরীর প্রধান ক্যাডার ছিল।

এ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কক্সবাজারের কলাতলী বিচ র‌্যাব-১২’র ও র‌্যাব-১৫’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যক্তিগত আলামত উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত