নিজ গ্রামে চিরনিদ্রায় সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ২০:০৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।
রোববার সকাল সোয়া ১০ টার দিকে শ্রীনগর শাহ মোয়াজ্জেম হোসেন স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে জানাজার নামাজ হয়। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় কফিল উদ্দিন চৌধুরী মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আল রাজী, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, শ্রীনগর থানার ওসি ইয়াসিন প্রমুখ।
এসময় বি চৌধুরীর ছেলে সাবেক এমপি মাহি বি চৌধুরী বলেন, ‘আমার বাবা সারাজীবন বিক্রমপুরের মানুষকে ভালোবেসেছেন। দলমত নয়, ওনার কাছে কেউ যদি বলতেন বিক্রমপুরের মানুষ, তাকে বুকে টেনে নিতেন।’
তিনি আরও বলেন, বাবার শেষ ইচ্ছে ছিল বিক্রমপুরে তাকে সমাহিত করা হোক। তার মৃত্যুতে বড় কোনো আয়োজন যেন না থাকে।
এর আগে রোববার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে বি. চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।