ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে গণপূর্ত বিভাগের ‘বিশ্ব বসতি দিবস’ ২০২৪ উদযাপন 

শেরপুরে গণপূর্ত বিভাগের ‘বিশ্ব বসতি দিবস’ ২০২৪ উদযাপন 

"বাসস্থান আমার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় এই বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, “"Engaging youth to create a better urban ’’ অর্থ্যাৎ“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি” এ স্লোগান কে সামনে রেখে শেরপুর জেলা গণপূর্ত বিভাগ এর "বিশ্ব বসতি দিবস" উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিটি ৭ অক্টোবর ২০২৪ ইং রোজ সমবার জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন জনাব তরফদার মাহমুদুর রহমান-জেলা প্রশাসক শেরপুর, সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান- নির্বাহী প্রকৌশলী শেরপুর গনপূর্ত বিভাগ, মনিরুল ইসলাম এ ডি সি রাজস্ব শাখা শেরপুর, আনোয়ার হোসেন-উপ বিভাগীয় প্রকৌশলী গনপূর্ত বিভাগ শেরপুর, খুররম আহাম্মেদ-সহকারী প্রকৌশলী গনপূর্ত বিভাগ শেরপুর।

উক্ত র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসক, শেরপুর।

তিনি আলোচনা অনুষ্ঠানে বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করাসহ বাসযোগ্য নিরাপদ আবাস্থলের লক্ষ্যে জাতিসংঘের সাধারন পরিষদ ১৯৮৫ সালে অক্টোবর মাসের ১ম সোমবার বিশ্ব বসতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সাল থেকে সারাবিশ্বে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।

শেরপুর,গণপূর্ত,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত