হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের সামাজিক সম্প্রীতি সমাবেশ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ প্রতিনিধি

সনাতন ধর্মাবল্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাজীগঞ্জে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি সাম্প্রদায়িক -সম্প্রীতির দেশ। আসন্ন শারদীয়া দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

প্রধান অতিথি বলেন, পূঁজা আয়োজকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। পূঁজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী টিম সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এদেশ আমাদের সবার। সবাই নিজ-নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করবে। কেউ শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ।এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রত্যেকে নিজ-নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করবে।আমরা সবাই একজন আরেকজনের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল হব।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারী অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খল করবে ও শান্তি বিনষ্ট করতে চাইবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. আরিফ হোসেন।

এছাড়াও বক্তব্য দেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ, হাজীগঞ্জ উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বণিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক এমএ রহীম পাটোয়ারি, হাজীগঞ্জ উপজেলা জামায়াত এর আমীর মো. কলিম উল্ল্যাহ,বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, স্বামী বিবেকানন্দ বিদ্যা সেবাশ্রম সেবাময়া নন্দ, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাধাকান্ত দাস রাজু,ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক মো. কামাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  হাজীগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. শাহাদাত হোসেন  প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহীউদ্দিন ফারুক, অধ্যক্ষ আবু ছাইদ, হাজীগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু দীপক চন্দ্র দাস, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাকির হোসেন, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইকবাল হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জয়নাল আবেদীন, জামায়াত ইসলামী বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর আমীর আবুল হাসনাতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।