ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের সামাজিক সম্প্রীতি সমাবেশ

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের সামাজিক সম্প্রীতি সমাবেশ

সনাতন ধর্মাবল্বীদের প্রাণের উৎসব সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ অডিটোরিয়ামে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি সাম্প্রদায়িক -সম্প্রীতির দেশ। আসন্ন শারদীয়া দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে পূঁজা আয়োজকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। পূঁজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী টিম সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন মেজর মোঃ আরিফ হোসেন।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

বক্তব্য দেন- হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর খতিব ও পেশ ইমাম, হাজীগঞ্জ উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বণিক, মুফতি মাওলানা আব্দুর রউফ, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জামায়াত এর আমীর মোঃ কলিম উল্ল্যাহ, রাধাকান্ত দাস রাজু, স্বামী বিবেকানন্দ বিদ্যা সেবাশ্রম সেবাময়া নন্দ, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক মোঃ কামাল, হাজীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হাসান মাহমুদসহ প্রমুখ।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহীউদ্দিন ফারুক, অধ্যক্ষ আবু ছাইদ, হাজীগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু দীপক চন্দ্র দাস, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক তপাদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহমেদ, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, জামায়াত ইসলামী বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর আমীর আবুল হাসনাতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাজীগঞ্জ,সম্প্রীতি,উপজেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত