লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম হতে ৩৫০ মে. টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফেরদৌস আলম ও কর্মচারী-লেবারসহ কতিপয় অসাধু ব্যবসায়ী শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ভোটমারী খাদ্য গুদামের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভোটমারী সচেতন নাগরিক সমাজ।
এসময় বক্তব্য দেন, শহিদ সারওয়ারদি, আব্দুল আউয়াল, মোকছেদুল ইসলাম খান বুলবুল ও রিযাদ হোসেন।
উল্লেখ্য, ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়া হয়েছে।