ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ হোসেন নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ জেলার সিংড়া উপজেলার সোহাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকালে স্কুল যাওয়ার পথে মামলার ভুক্তভোগী ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করেন আরিফ ও তার সহযোগীরা। তারা পলিকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলা দায়েরের পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ আরিফের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় ৮ বছর পর মামলার স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আরিফকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নাটোর,অপহরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত