ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা 

যমুনায় মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা 

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভার:) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) এম শাখাওয়াত হোসেন, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামচুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা ও মৎস্য বিভাগের শফিকুল ইসলাম শফিক প্রমুখ। বক্তারা বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলবে। এজন্য ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে। এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম এবং সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা বাড়বে। তালিকা হালনাগাদ করে সহায়তা দেয়া হচ্ছে। এ সময় সব ধরনের বরফকল বন্ধ থাকবে এবং ইলিশ ধরা, পরিবহন কিংবা মজুদের ওপরে নিষেধাজ্ঞা থাকবে।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ,ইলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত